ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দিতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত, ছবি সংগৃহীত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে সেনাবাহিনী ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে। ক্যাম্পে উপজেলার গরিব রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পটি আজ বৃহস্পতিবার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে মেডিসিন, গাইনি, স্কিন ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ এবং ব্যবস্থাপত্র দিয়েছেন।

আরও পড়ুন

ক্যাম্পটি পরিদর্শন করেছেন ১১ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, লেফট্যানান্ট কর্নেল খায়রুল আলম পিএসসি, লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল ফাহাদ, মেজর তানভীর আহমেদ প্রমুখ। ক্যাম্পে রোগী দেখেছেন গাইনি রোগ বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানা, মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল মারিয়া, চক্ষু রোগ বিশেষজ্ঞ মেজর তামান্না, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ মেজর ফারহানা। ক্যাম্পে ১ হাজার ১০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং তাদের ওষুধ সরবরাহ করা হয়েছে।
ক্যাম্পে ১৭ রোগীর চোখের ছানি অপারেশনের জন্য রেজিস্ট্রেশন করা হয়, যাদেরকে পরবর্তীতে সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতালে) বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন এবং অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী

আগামী ঈদের জন্য নাটকে অভিনয়ে ব্যস্ত অহনা

বগুড়ার নন্দীগ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উৎসব পরিদর্শন করলেন ডিসি