ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ঈদুল আজহায় স্মার্টফোন কিনে জিতে নিন ফ্রিজ কিংবা এসি!

ঈদুল আজহায় স্মার্টফোন কিনে জিতে নিন ফ্রিজ কিংবা এসি!

ঈদ মানেই আনন্দ, উদ্‌যাপন আর প্রিয়জনদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার সময়। সেই আনন্দকে আরও রঙিন করতেই ভিভো নিয়ে এসেছে ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইন।

নির্দিষ্ট মডেলের ভিভো স্মার্টফোন কিনলেই ক্রেতারা লাকি ড্র-এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন ফ্রিজ ও এসি সহ নিশ্চিত উপহার! সঙ্গে থাকছে স্মার্ট ওয়াচ, নেকব্যান্ড, রিরো ভাউচার ও ডাটা বোনাসের সুবিধাও – যা এবারের ঈদকে করে তুলছে সত্যিকারের কুলেস্ট ঈদ এভার। ১৭ মে থেকে শুরু হওয়া ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এই সময়ে দেশের যেকোনো ভিভো অথরাইজড স্টোর বা ব্র্যান্ড শপ থেকে ভিভো ওয়াই১৯এস, ভিভো ওয়াই২৯ , ভিভো ভি৫০ লাইট কিংবা ভিভো ভি৫০ ফাইভজি মডেলের যেকোনো একটি ফোন কিনলেই থাকছে লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে সারা দেশ থেকে। ঢাকা বা ঢাকার বাইরে, ভিভো স্টোর থেকে নির্ধারিত মডেল কিনলেই গ্রাহকরা লাকি ড্র-এর জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। দৈনিক লাকি ড্র-এর মাধ্যমে বিজয়ীরা পেতে পারেন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিরো ডব্লিউ১ এবং ডব্লিউ২ স্মার্টওয়াচ।

এছাড়াও থাকছে রিরো টিডাব্লিউএস এল১৮ ও রিরো বি১০ নেকব্যান্ড এবং রিরোর বিশেষ ডিসকাউন্ট ভাউচার। ভিভোর এই ঈদ ক্যাম্পেইন শুধু উপহারের দিক থেকেই নয়, ইন্টারনেট ব্যবহারের আনন্দও করে তুলছে আরও বেশি। এরই অংশ হিসেবে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য ৫ জিবি এবং বাংলালিংক ব্যবহারকারীদের জন্য থাকছে ১৮ জিবি ডাটা বোনাসের সুবিধা।

আরও পড়ুন

উৎসবের আনন্দ সবার জন্য, এই ভাবনা থেকেই ভিভোর ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইন। তাইতো এই ক্যাম্পেইনের একটি অংশ ভিভো উৎসর্গ করবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই মূলত এই উদ্যোগ, যাতে কেউই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না থাকে। দেরি না করে এই ঈদে আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে। অংশ নিন ভিভোর ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইনে, উপভোগ করুন দারুণ সব উপহার আর অফার!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত:সেনাপ্রধান

চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার

দিনাজপুরের নবাবগঞ্জে মা-মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল ট্রাক

ঈদের আগে বগুড়ার ১২ পৌরসভার সাড়ে ৩৮ হাজার সুবিধাভোগী ভিজিএফ’র চাল পাবেন

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

বগুড়ার ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগ