নতুন প্রেমে ডুব দিলেন সামান্থা

বিনোদন ডেস্কঃ দক্ষিণী সিনেমার একসময়ের জনপ্রিয় দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের সংসার ভেঙেছে অনেক আগেই। বিচ্ছেদের পর বিষন্ন হয়ে পয়েছিলেন সামান্থা। কিছুদিন ভুগেছেন শারীরিক জটিলতা নিয়েও। এর মধ্যেই দ্বিতীয় বিয়ে করেন নাগা চৈতন্য। সাবেক স্বামীর বিয়ের পরও সামান্থাকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তবে এবার নিজের প্রেম নিয়ে খবরের শিরোনামে উঠে এলেন সামান্থা।
শোনা যাচ্ছে, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে চুটিয়ে পেপ্র করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, বিভিন্ন অনুষ্ঠানেও তাদের দুজনকে একসঙ্গেও দেখা গেছে। এছাড়া তাদের একটি ছবি নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরুর একটি ঘনিষ্ঠ সেলফি ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সামান্থা নিজেই ছবিটি শেয়ার করেন ভক্তদের মাঝে।
ইনস্টাগ্রামে সামান্থা ‘সুভম’ সিনেমার সেট থেকে কিছু বিহাইন্ড দ্য সিন মুহূর্ত শেয়ার করেন। এর মধ্যেই একটি সেলফিতে দেখা যায়-ফ্লাইটে রাজের কাঁধে মাথা রেখে ঘনিষ্ঠ ভঙ্গিতে আছেন সামান্থা। এই পোস্টের পর, ভক্তরা তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করতে থাকেন। অনেকেই দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার সামান্থার নতুন সূচনাকে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলছেন, তাদের ধারণাই সত্যি হলো। যদিও সামান্থা এবং রাজ তাদের সম্পর্র্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে, তারা আবারও ‘রক্তব্র্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ নামের একটি সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। এর আগে তারা ‘সিটাডেল: হানি বানি’ এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ একসঙ্গে কাজ করেছেন।
আরও পড়ুনঅন্যদিকে একটি সূত্রের বারাত দিয়ে পিঙ্কভিলার খবরে বলা হয়ছে, সামান্থা ও রাজ একসঙ্গে বসবাসের পরিকল্পনা করছেন এবং সে কারণে তারা বাড়ি খুঁজছেন। যদিও এখনও এ বিষয়ে দুজনের কেউ কিছু বলছেন না।
মন্তব্য করুন