ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

আখতার হোসেনকে হত্যার হুমকি, যা বললেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) ডাকযোগে আখতার হোসেনের গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার (১৭ মে) রাতে এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন আখতার হোসেন। এ বিষয়ে শনিবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে আখতার হোসেনের পোস্টটি শেয়ার দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এতে তিনি লেখেন, ‘আখতারের নামে হত্যার হুমকি এসেছে। পার্টি গঠনের পর থেকে গুজব, চোখ রাঙানি, চরিত্রহননের চেষ্টা একটার পর একটা চলছে। এসব ঘটনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে, আমাদের উপস্থিতি কতটা অস্বস্তিকর তাদের জন্য, যারা পুরনো ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়। যারা পরিবর্তন চায় না।’

এর আগে নিজের ফেসবুক আইডিতে হত্যার হুমকির বিষয়ে পোস্ট দেন আখতার হোসেন। পোস্টে তিনি লেখেন, ‘ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম-বুলেট। চিঠিটা ডাকপিয়ন গতকাল বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।’

আরও পড়ুন

তিনি আরো লেখেন, ‘বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হব না। ইনশা আল্লাহ। আল্লাহ ভরসা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনইসি সভায় উন্নয়ন বাজেট চূড়ান্ত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল রেকর্ড মুস্তাফিজের 

সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ফিরছেন দিপীকা

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৭

বাংলাদেশ দলে খেলা আমার কাছে অনেক বেশি গর্বের : সমিত সোম

ভারতে হায়দ্রাবাদে আবাসিক ভবনে আগুনে নিহত ১৭