বগুড়ার শেরপুরে আ‘লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কালিয়াকৈর পাঁচবাড়ীয়া গ্রামের মৃত কলিম উদ্দিন শেখের ছেলে হাসান আলী শেখ (৫৫) ও ছাত্রলীগ ঢাকা আলীয়া মাদ্রাসা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে যোবায়ের হোসেন জিহাদ (২৫)।
শেরপুর থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর নিজ এলাকা থেকে হাসান আলীকে গ্রেফতার। অপরদিকে পুলিশের অপর এক অভিযানে শিবপুর নিজ এলাকা থেকে ছাত্রলীগ নেতা জিহাদকে হত্যা চেষ্টা, হামলা, ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেফতার করা হয়।
আরও পড়ুনশেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন