শাকিবের সঙ্গে সিনেমা প্রসঙ্গে ফারিণ যা বললেন

বিনোদন ডেস্ক ঃ অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি শাকিব খানের নায়িকা হওয়া প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। একটি অনুষ্ঠানে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে তার উপস্থিতির বিষয়ে ফারিণ জানান, এটি শুধু স্ক্রিপ্টের একটি অংশ ছিল এবং একজন হোস্ট হিসেবে দর্শকদের মনোরঞ্জন করাই তার প্রধান উদ্দেশ্য ছিল।
ফারিণ বলেন, ‘একজন হোস্ট হিসেবে আমার কাজ ছিল দর্শকদের মনোরঞ্জন করা। সেটাই আমি করেছি মাত্র। এটা স্ক্রিপ্টের একটি পার্ট ছিল।’
এদিকে, বাংলা সিনে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা শাকিব খানের সঙ্গে কাজ করার বিষয়েও নিজের আগ্রহ প্রকাশ করেছেন ফারিণ। তিনি বলেন, ‘শাকিব খান বাংলা সিনে ইন্ডাস্ট্রির সব থেকে বড় একজন তারকার নাম। তো সে রকম সিনেমা হলে অবশ্যই আমি করব।’
আরও পড়ুননিজের বর্তমান অবস্থান তুলে ধরে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি এখন সিনেমা করছি, সেহেতু আমি চাইব যদি ভালো একটি সিনেমা পাই, সেটি করতে।’
মন্তব্য করুন