ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বগুড়ার শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ জন প্রধান শিক্ষকসহ ১০২ শিক্ষকের পদশূন্য

বগুড়ার শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ জন প্রধান শিক্ষকসহ ১০২ শিক্ষকের পদশূন্য

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে দীর্ঘদিন ধরে ৪৭জন প্রধান শিক্ষক ও ৫৫ জন সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে আছে। শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও অফিসিয়াল কাজে বিঘ্ন সৃষ্টির অভিযোগ উঠেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় উপজেলাতে ১৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬২ জন প্রাধান শিক্ষক ও ৮৬৭ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ৪৭ জন প্রাধান শিক্ষক ৫৫ জন সহকারী শিক্ষকের পদ শূণ্য। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়ে একজন সিনিয়র সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কয়েকজন ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক অভিযোগ করেন অনেক সময় তাদের ক্লাশের পাঠদান বন্ধ রেখে অফিসিয়াল কাজের জন্য উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। যার ফলে  সেই দিনটিতে পাঠদান করা সম্ভব হয়না। অপর দিকে যে সব বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য সেই বিদ্যালয়ে অন্য শিক্ষককে অতিরিক্ত ক্লাশ নিতে হয়। এই অবস্থায় শুন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া অতি জরুরী।

আরও পড়ুন

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুন নাহার জানান, শুন্যপদের শিক্ষকদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়েছেন তিনি। নতুন করে শিক্ষক নিয়োগ হলে ওই সমস্যা দুর হবে বলে তিনি আশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রানি পাচ্ছে উইম্বলডন

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার

এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময় : পিএসজি কোচ এনরিকে

যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ :খায়রুল বাসার

১২ দিনে ৫শ’ ইসরায়েলি নিহত

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা