ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আমির খানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

আমির খান

বিনোদন ডেস্কঃ  মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানকে একটু আলাদাই ধরা হয় বলিউডে। উচ্চতায় তুলনামূলক কম হলেও হিন্দি সিনেমার জগতে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এদিকে আসছে আমিরের নতুন ছবি ‘সিতারে জামিন পার’। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। যদিও সিনেমাটি নিয়ে এখন বয়কটের মুখে আমির। এমন আবহের মাঝে এবার চুরির দায়ে পড়ল আমিরের ওপর।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের দাবি, এখন সিনেমার দৃশ্য চুরি করা শুরু করেছেন তিনি। গত মঙ্গলবার প্রকাশ হয় আমিরের পরবর্তী ছবির ঝলক। আর তা দেখেই শুরু হয়েছে সমালোচনা। ট্রেলার দেখে বোঝা যায়, এক শিক্ষকের কাহিনি। বাস্কেটবল দলের প্রশিক্ষক নানা কারণে জড়িয়ে যান আইনি ঝামেলায়। ঠিক একই চিত্রনাট্যে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল হলিউডের ছবি ‘চ্যাম্পিয়নস’। সে ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় উডি হ্যারেলসনকে। আমিরের ছবির প্রথম ঝলক দেখেই সমালোচনায় ভেসে যায় সামাজিক মাধ্যম।

আরও পড়ুন

নিন্দুকেরা বলতে শুরু করেছেন, হলিউদের ছবি থেকে দৃশ্যের পর দৃৃশ্য নকল করে ফেলেছেন আমির! এক নেটিজেন বলিউডের সমালোচনা করে লিখেছেন, বলিউড এমন এক শিল্পক্ষেত্র যেখানে মৌলিকতা বলতে কিছু নেই। এ হল এক ‘রিমিক্স’ কারখানা, যেখানে হলিউড বা টালিউড, দক্ষিণী-সবই আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব