ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

দিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ শেষ মুহূর্তে বাতিল

বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ্

দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ্-র পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল চারটার সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করার কথা ছিল। কিন্তু বেলা ১২টার দিকে দিল্লির বাংলাদেশ দূতাবাসকে ওই অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়।

ভারত সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, রাষ্ট্রপতি মুর্মু হঠাৎ করে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়াতেই এদিনের অনুষ্ঠান রদ করতে হয়েছে-এটি পরে অন্য কোনো সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

শুধু বাংলাদেশই নয়, আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশও এদিন পিছিয়ে দিতে হয়েছে বলে জানান তিনি।

রিয়াজ হামিদুল্লাহ্ গত ৭ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন। দিল্লিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয় দেখভাল করতেন তিনি।

আরও পড়ুন

অভিজ্ঞ কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ্ নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রিয়াজ হামিদুল্লাহ্ এখন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

বিসিএস ফরেন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ্ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে বিভিন্ন উইংয়ে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি জাতিসংঘ ও নয়াদিল্লি মিশনেও বিভিন্ন পদে কাজ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা