ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

যে গানের অনুরোধ আসেই

জনপ্রিয় গায়ক হচ্ছেন ইউসুফ আহমেদ খান।

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের গানের ভুবনের এই প্রজন্মের ভীষণ নন্দিত ও জনপ্রিয় গায়ক হচ্ছেন ইউসুফ আহমেদ খান। বাবা মায়ের ভীষণ আদরের বড় ছেলে ইউসুফ আহমেদ খান ছোটবেলা থেকেই গান শিখে আসছেন এবং গানই তার ধ্যান জ্ঞান আজীবন। যদিও বা পেশাগতভাবে গানের ভুবনে যাত্রা শুরু করতে প্লাটফরম হিসেবে বেছে নিয়েছিলেন ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্লাটফরমটি।

কিন্তু এই প্লাটফরম ছাড়াই ইউসুফ আহমেদ খানের আলাদা একটা বিশেষ পরিচিতিও আছে। আর তা হচ্ছেন তিনি এই দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খানের বড় ছেলে।ইউসুফের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ খানও ভীষণ ভালো গান করেন। সঙ্গীত জীবনের চলার পথে ইউসুফ আহমেদ খান অসংখ্য স্টেজ শো, টিভি শোতে অংশ নিয়েছেন। প্রতিটি শোতেই তিনি নিজের মৌলিক গান’সহ বিভিন্ন শিল্পীর গান গাওয়ার অনুরোধেও গান গেয়েছেন তিনি।

তবে ২০২২ সালের ১২ অক্টোবর ‘ইউসুফ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘আমি চাই তোমাকে’ গানটি প্রকাশের পর বলা যায় প্রায় প্রতিটি স্টেজ শো, টিভি শোতে এই গানটি গাওয়ার অনুরোধ আসেই। আবার এমনও দেখা গেছে যে অনুরোধ আসার আগেও তিনি অনেক সময় নিজেই এই গানটি গেয়ে থাকেন। কারণ ইউসুফের নিজেরই ভীষণ ভীষণ প্রিয় একটি গান ‘আমি চাই তোমাকে’। ‘আমি চাই তোমাকে’ গানের গীতিকার ও সুরকার অভি মঈনুদ্দীন। ২০২১ সালের ২৯ জুলাই গানটির সৃষ্টি হয় সুরে সুরে কথায় কথায়। গানটির কথা ও সুর শুনেই ইউসুফের ভীষণ ভালোলেগে যায়। পরবর্তীতে কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এই গান নিয়ে আলাপও হয়। অন্য কয়েকজন শিল্পীর সঙ্গেও কথা হয় গানটি গাওয়ার জন্য। কিন্তু শেষমেষ ইউসুফের ভাগ্যেই এই গান চলে আসে। মন দিয়ে গানটি করেন তিনি। গানটি প্রকাশের পর একটু একটু করে শ্রোতা দর্শকের মাঝে এই গান ভালোলাগার সৃষ্টি করে। অনেক সঙ্গীতশিল্পী ও এই গান নিয়ে মাঝে মাঝে ফেসবুকে এই গানের প্রতি ভালোলাগা নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। তবে সঙ্গীত জগতের শিল্পীদের মধ্যে এই গানের প্রতি সবচেয়ে বেশি ভালোলাগা রয়েছে গায়ক জোবায়ের আহমেদ জয়ের।

আরও পড়ুন

জয় বলেন,‘ আমার দিন শুরু হয় এই গান দিয়ে। গাড়িতে থাকলে সারাক্ষণ আমি এই গান শুনি। আবার নতুন কেউ যখন গাড়িতে আমার সঙ্গী হয় তাকেও প্রথমে এই গান শোনাই। আমি নিজেও এখন প্রতিটি শো’তে এই গান গেয়ে থাকি। ইউসুফ ভাই কী যে দুর্দান্ত গেয়েছেন, কতোটা আবেগ দিয়ে এই গান গেয়েছেন তা ভাষায় প্রকাশের নয়। আমিই মনে হয় বাংলাদেশে তার সবচেয়ে বড় ভক্ত।’

ইউসুফ আহমেদ খান বলেন,‘ আমার জীবনের এই গানের গুরুত্ব অনেক অনেক বেশি। আমি নিজেও জানিনা কেন এই গানের প্রতি আমার এতো এতো মায়া, ভালোবাসা। প্রায়ই এই গানের কয়েকটা লাইন নিয়ে ফেসবুকেও স্ট্যাটাস দিয়ে থাকি। যখন যেখানে গান গাইতে গিয়েছি অনুরোধ আসে এই গানের জন্য। এই গান গাইতেই যেন আমার সবচেয়ে বেশি ভালোলাগে। আমার মনে হয় এই গানের প্রতি আমার আমৃত্যু প্রেম ভালোবাসা রয়ে যাবে। জানিনা, আর কোনো সুর এমন করে গানে গানে আর আসবে কীনা আমার ভাগ্যে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা  

আমির খানের বিরুদ্ধে চুরির অভিযোগ!