ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদল

ছবি : সংগৃহিত,ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ মে) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন। অপরদিকে, একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ একটি প্রতিনিধি দলও বৈঠকে যোগ দিতে যাচ্ছে।


তবে গতকাল বুধবার রাতে ক্রেমলিনের প্রকাশিত একটি তালিকা অনুসারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো থেকে আসা প্রতিনিধি দলে থাকছেন না। ফলে পশ্চিমা কর্মকর্তারা সমালোচনা করেছেন, ক্রেমলিন শান্তি প্রচেষ্টার বিষয়ে 'সিরিয়াস' না।


ক্রেমলিন জানিয়েছে, পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন, সেই সঙ্গে আরও তিন জন ঊর্ধ্বতন কর্মকর্তাও থাকবেন।

এই সপ্তাহের শুরুতে, জেলেনস্কি রাশিয়ান নেতাকে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনা করার জন্য তুরস্কে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য আহ্বান জানান। জেলেনস্কি বলেছিলেন, তিনি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে দেখা করতে এবং পুতিনের জন্য অপেক্ষা করতে আঙ্কারা যাবেন।

আরও পড়ুন


বিষয়টির সাথে পরিচিত একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, জেলেনস্কিসহ একটি ইউক্রেনীয় প্রতিনিধিদল বৃহস্পতিবার আঙ্কারায় পৌঁছানোর কথা। প্রতিনিধিদলে প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং ইউক্রেনের রাষ্ট্রপতি কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাকও রয়েছেন।

এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পৃথকভাবে অনুষ্ঠিত ন্যাটোর এক বৈঠকে বলেন, আশা করি ইস্তাম্বুলের আলোচনা একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তিন বছরের প্রচণ্ড দুর্ভোগের পর, অবশেষে সুযোগের একটি 'জানালা' তৈরি হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা