ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রিয়ালের জয়ে শিরোপা অপেক্ষা বার্সা’র

বার্সার পরের ম্যাচ এস্পানিওলের সঙ্গে। ওই ম্যাচ জিতলে শিরোপা ঘরে তুলবে ইয়ামালরা। ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদ হারলেই গতকাল রাতে শিরোপা উৎসব করতে পারতো বার্সেলোনা। শুরুতে গোল হজম করে লস ব্লাঙ্কোস তেমন আভাসও দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ায় শিরোপা উৎসবের জন্য অপেক্ষা বেড়েছে বার্সেলোনার। এই জয়ে রিয়াল মাদ্রিদ কাতালান জায়ান্টদের সঙ্গে পয়েন্ট ব্যবধান নামিয়ে এনেছে চারে। অবশ্য বার্সার পরের ম্যাচ এস্পানিওলের সঙ্গে। ওই ম্যাচ জিতলে শিরোপা ঘরে তুলবে ইয়ামালরা। 

বার্সার শিরোপা উৎসব বিলম্বিত করতে মাদ্রিদের প্রয়োজন ছিল জয়। কিন্তু মায়োর্কার মার্টিন ভ্যালজেন্টসের ১১ মিনিটের গোলের পর বেশিরভাগ সময় পিছিয়েই ছিল রিয়াল। কিলিয়ান এমবাপ্পের সমতা ফেরানো গোল ও ৯৫ মিনিটে জ্যাকোবো র‌্যামনের স্ট্রাইকের কল্যাণে তারা বার্সার শিরোপা উৎসব একটু পেছাতে পেরেছে। মূলত রবিবারই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের পরাজয় বার্সেলোনাকে শিরোপা জয়ের একবারে দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। 

আরও পড়ুন

মাদ্রিদ এই ম্যাচ জিতেছে প্রাণভোমরাদের অনুপস্থিতিতে। চোটের কারণে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোস। শুরুর দিকে সুযোগ তৈরি করেও ব্যর্থ হন রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী স্ট্রাইকার এন্দ্রিক। তার পর মায়োর্কা অগ্রগামিতা পেলে ৬৮ মিনিটে পায়ের দারুণ কারিকুরি আর তিন মায়োর্কা খেলোয়াড়কে কাটিয়ে সমতা ফেরান এমবাপ্পে। ফরাসি তারকার এটি মৌসুমের ৪০তম গোল। তার পর ম্যাচটা সমতায় শেষ হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছিল। নির্ধারিত সময়ের মধ্যে অনেক চেষ্টা করেও গোল পাচ্ছিল না তারা। কিন্তু যোগ হওয়া পঞ্চম মিনিটের সময়ে ২০ বছর বয়সী ডিফেন্ডার জ্যাকোবো র‌্যামনের গোল নিশ্চিত করে রিয়ালের জয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস