বগুড়ার সান্তাহারে ১শ’ পিস এ্যাম্পলসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে ১শ’ পিস এ্যাম্পলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের সান্তাহার মাছের আড়ৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুরের হাকিমপুর উপজেলার স্টেশনপাড়া বাসুদেবপুর এলএসডি গোডাউন এলাকার মামুনুর রশিদের স্ত্রী রিতা বেগম (৩৩) ও একই উপজেলার হিলি ফকিরপাড়ার অনিক মাহমুদের স্ত্রী বিথী আক্তার (৩০)।
পুলিশ সূত্র জানায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মাছের আড়ৎ এলাকার জনৈক হাতিমের চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালায়। এ সময় ১শ’ পিস এ্যাম্পলসহ দুই নারী মাদক কারবারি রিতা বেগম ও বিথী আক্তারকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন