রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকসহ ২ জনের

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় বেপরোয়া গতির ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত হয়েছে। গতকাল রোববার দিনগত গভীর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলেরঘুন্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কবির মাহমুদ গ্রামের নিবারণ চন্দ্রের ছেলে সঞ্জয় চন্দ্র (২৭) ও একই উপজেলার মাষ্টারপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের সহযোগিতায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক ও আরোহীর লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
আরও পড়ুনআজ সোমবার (১২ মে) সকালে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনের ধারায় মামলা হয়েছে।
মন্তব্য করুন