আইসিসি’র বর্ষসেরা আম্পায়ারের সঙ্গে বিসিবি’র চুক্তি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি আম্পায়ারদের দক্ষতা উন্নয়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি’র এলিট প্যানেলের সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টোফেলকে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিতে চলেছে বিসিবি। সোমবার (৩০ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। এখন চুক্তির আনুষ্ঠানিকতা বাকি।
বিসিবি’র আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, সম্প্রতি আমরা সাইমন টোফেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছি। তিনি এরই মধ্যে বিভিন্ন দেশের আম্পায়ার উন্নয়ন প্রকল্পে কাজ করেছেন এবং আইসিসি’র সঙ্গেও সম্পৃক্ত। প্রায় চার-পাঁচ মাস ধরেই আমরা আলাপ চালিয়ে যাচ্ছিলাম, অবশেষে বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদন পেল।
তিনি আরও জানান, টোফেলের সঙ্গে তিন বছরের পরিকল্পনায় কাজ হবে তিনটি ধাপে। প্রথম ধাপে ১০-১৫ জন আম্পায়ার ট্রেনার তৈরি করা হবে, যারা সারা দেশে আম্পায়ারদের প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন। পুরো প্রোগ্রামের নেতৃত্বে থাকবেন টোফেল নিজেই, যদিও তার প্রতিনিধিরাও কাজ করবেন। সময়-সময়ে তিনি নিজেও বাংলাদেশে এসে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন।
আরও পড়ুনচুক্তিটি এখনো স্বাক্ষর হয়নি, তবে সব কিছু চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মিঠু। চুক্তি স্বাক্ষরের পর বিস্তারিত পরিকল্পনা গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে।
মন্তব্য করুন