ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

 সৌদির আল হিলালের কাছে ধরাশায়ী ম্যানসিটি 

 সৌদির আল হিলালের কাছে ধরাশায়ী ম্যানসিটি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সেই সিটিকে বিদায় করে অঘটনের জন্ম দিয়েছে আল হিলাল। অবিশ্বাস্য লড়াইয়ে সৌদি ক্লাবটি ৪-৩ গোলে জিতে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। শুক্রবার শেষ আটে তাদের প্রতিপক্ষ ফ্লুমিনেন্স। ব্রাজিলিয়ান ক্লাবটিও অঘটনের জন্ম দিয়ে শেষ আটে এসেছে। তারা ২-০ গোলে ইন্টার মিলানকে হারিয়েছে। 

টুর্নামেন্টে শুরুর গোল পেতে খুব বেশি সময় লাগছিল না সিটির। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। চতুর্থ ম্যাচের মতো গোলের সূচনা করে দশ মিনিটের মধ্যে। আল হিলাল ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেটা জালে পাঠাতে ভুল করেননি অধিনায়ক বের্নার্ডো সিলভা। তার পর ব্যবধান আরও বাড়তে পারতো সিটির। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান বোনো। সাভিনহো ও ইলকায় গুন্দোগানকে রুখে দেন তিনি। 

আল হিলাল শুরুর ৪৫ মিনিটে স্বস্তি খুঁজে না পেলেও দ্বিতীয়ার্ধেই বাজিমাত করে দেখিয়েছে। বিরতির পর ৪৪ সেকেন্ডের মাথায় অবশেষে দলকে সমতায় ফেরান আল হিলালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিয়ান্দ্রো। তার পর তো ৫২ মিনিটে চমক দেখিয়ে ব্যবধান বাড়িয়ে নেন ম্যালকম। তিন মিনিট পর কর্নার থেকে গোল করে সিটিকে সমতায় ফিরিয়েছেন হাল্যান্ড। তারপর সময় যত গড়িয়েছে ম্যাচও জমে ওঠেছে। দুই দল বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যবধান হেরফের করতে পারেনি। 

আরও পড়ুন

শেষ পর্যন্ত সমতায় থেকে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও উত্থান-পতনে ভরা ছিল ম্যাচ। ৯৪তম মিনিটে হেড করে কালিদু কুলিবালি গোল করলে সম্ভাব্য জয়ের উৎসবে মাতে আল হিলাল। ১০৪ মিনিটে ফিল ফোডেন গোল করলে সিটি আবারও জানান দেয় ম্যাচে রয়েছে তারা। কিন্তু লিয়ান্দ্রোই শেষ পর্যন্ত গড়ে দেন পার্থক্য। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে গোল করে আল হিলালকে স্মরণীয় জয় এনে দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকের ওপর হামলায় মামলা : গ্রেফতার ১

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার মালামাল চুরির ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শাজাহানপুরে চোরাই গরুসহ একজন গ্রেফতার

ঢাবিতে পাঁচটি ছাত্রী হলের ৫৮৩ জন শিক্ষার্থীর জন্য আপৎকালীন আর্থিক সহায়তা শুরু