ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ার সোনাতলায় ৬টি স্থানে সন্ন্যাসী মেলা, বাড়ি বাড়ি আত্মীয়-স্বজনের ভিড়

বগুড়ার সোনাতলায় ৬টি স্থানে সন্ন্যাসী মেলা, বাড়ি বাড়ি আত্মীয়-স্বজনের ভিড়

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আগামীকাল বুধবার ৬টি স্থানে সন্ন্যাসীর মেলা অনুষ্ঠিত হবে। মেলাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়ি বাড়ি আত্মীয়-স্বজনের ভিড় পড়েছে। সোনাতলা উপজেলায় প্রায় দেড়শ’ বছর আগে থেকে সন্ন্যাসীর মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা উপলক্ষে গত শনিবার থেকে  মেলায় দোকান-পাট বসেছে।

মূলত ১ দিনের মেলা হলেও তা চলে প্রায় ৪/৫ দিন। উপজেলার হরিখালী, কাচারি বাজার, পাকুল্লা, গোসাইবাড়ী, ঠাকুরপাড়া, নওদাবগা ও ভেলুরপাড়া এলাকায় মেলা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন সাধারণত সন্ন্যাসীর পূজাকে কেন্দ্র করে এ মেলার আয়োজন করে থাকে।

মেলায় হরেক রকমের খেলনা ও খাদ্য সামগ্রীর পাশাপাশি বিলুপ্ত প্রজাতির মাছ, কাঠ ও স্টিলের ফার্ণিচারের দোকান বসে। মেলাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়ি বাড়ি আত্মীয়-স্বজনের ভিড় পড়েছে। এমনকি নতুন জামাইকে দাওয়াত করা ও উপঢৌকন দেওয়ার প্রথা রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও রাস্তায় রাস্তায় যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের টহল ও কঠোর নজরদারি রয়েছে। এ বিষয়ে ঠাকুরপাড়া মেলা কমিটির সভাপতি মাসুদ রানা ভুট্টা বলেন, হিন্দু সম্প্রদায়ের সন্ন্যাসী পূজাকে কেন্দ্র করে বাপ-দাদার আমল থেকে এই মেলাটি দেখে আসছি। এসময় প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ করা হয়। মেলাকে কেন্দ্র করে এলাকায় আত্মীয়-স্বজনদের মিলনমেলা হয়। সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে কোন ধরণের জুয়া চলতে দেয়া হবে না।

আরও পড়ুন

এবিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী বলেন, মেলাকে কেন্দ্র করে কেউ যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এছাড়াও প্রতিটি মেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, হিন্দু সম্প্রদায়ের সন্ন্যাসী পূজাকে কেন্দ্র করে বেশ কয়েকটি স্থানে মেলা বসে। যা দীর্ঘ প্রায় দেড় শতাধিক বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার