নাটোরে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজন আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তাঁদের আরেক সহযোগী পালিয়ে গেছে। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার জামনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই সময় বাজারের মুরগির ব্যবসায়ী শাকিলের (২৬) কাছে তিনজন গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। তাঁকে ভয়ভীতি দেখানো হলে শাকিল টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে বাজারের লোকজন এগিয়ে এলে দুজন ধরা পড়ে এবং একজন পালিয়ে যায়।আটক দুজন হলেন মিজানুর রহমান (৪৫) এবং হাবিবুর রহমান হাবিব (২৯)। মিজানুর রহমান উপজেলার তালতলা এলাকার মৃত ইসমাইল সরকারের ছেলে এবং হাবিবুর রহমান হাবিব নাটোর সদর উপজেলার হাশিমপুর এলাকার আব্দুল গাফফারের ছেলে। এছাড়াও পলাতক ব্যক্তি হলেন আবু রায়হান রনি (৩৪)। তিনি নাটোর সদর থানার চন্দনপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছেন।
স্থানীয়রা আটক দুজনকে জামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা-পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে।পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে দুটি মোবাইল ফোন, সাংবাদিক লেখা দুটি আইডি কার্ড, মানবাধিকার প্রতিদিন নামের আরেকটি প্রেস কার্ড এবং রাজ-মেট্রো হ-১৪-১১৭১ নম্বরের একটি হিরো প্যাশন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।”জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, “গ্রামের মানুষ সাহস না দেখালে প্রতারকরা আরও বড় ধরনের ঘটনা ঘটাতে পারত।”স্থানীয়দের দাবি, এই চক্রটি সম্প্রতি উপজেলা জুড়েই কখনো সাংবাদিক পরিচয়ে কখনো ডিবি পরিচয়ে চাঁদাবাজি করে আসছে।
আরও পড়ুন
মন্তব্য করুন