ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ৩

নীলফামারীর কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে কথিত সাংবাদিক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতিসহ তিন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, যুবলীগ নেতাকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি আওলাদ। সে নিজেকে রাজধানী টিভির সাংবাদিক বলে পরিচয় দেয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গতকাল সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন শাখার সভাপতি। সে গদা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অপরদিকে একই মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাড়াগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক চয়ন মিয়াকে গত রোববার রাতে গ্রেফতার করা হয়। সে গাড়াগ্রাম ইউনিয়নের গণেশ গ্রামের সুজা মিয়ার ছেলে।

আরও পড়ুন

এদিকে বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর ঘটনার মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার সহ-সভাপতি জামিনুর রহমান চৌধুরীকে গত রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি। গ্রেফতারকৃতদের আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই”

বুধবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন