ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

শিল্প-সাহিত্য আলোকিত মানুষ তৈরি করে - বেরোবি ভিসি

শিল্প-সাহিত্য আলোকিত মানুষ তৈরি করে - বেরোবি ভিসি। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেছেন, শিল্প-সাহিত্যে সৃজনশীলতা রয়েছে। এই শিল্প-সাহিত্য আলোকিত মানুষ তৈরি করে। যারা এই শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত তারা সমাজ ও মানুষকে নিয়ে সুদুর প্রসারী চিন্তা-ভাবনা করেন, তারা তাদের লেখনির মাধ্যমে সমাজ সংস্কারে কাজ করেন। যারা সমাজের আলোকিত মানুষ, যারা গুণীজন তাদের সম্মান করা আমাদের সবার দায়িত্ব।

গতকাল শনিবার রাতে টাউন হলে রংপুর সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের মুখপত্র মাটি’র মোড়ক উন্মোচন, আলোচনা, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাই হাফিজের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অঞ্জলিকা সাহিত্য পত্রিকার সম্পাদক দিলরুব শাহাদৎ, জেলা কালচারাল অফিসার কেএম আরিফউজ্জামান, মাহমুদুন নবী ডলার, রানা মাসুদ, সরকার মাজহারুল ইসলাম মান্নান। সঞ্চালনা করেন রংপুর সাহিত্য একাডেমি’র সাধারণ সম্পাদক শাহ আলম।

আরও পড়ুন

রংপুর সাহিত্য একাডেমি থেকে চিকিৎসা সেবায় ডা. মফিজুল ইসলাম মান্টু, প্রতিবন্ধী শিক্ষায় নাসরীন দিলারা আফরোজ পল্লবী, প্রাবন্ধিক বিমলেন্দু রায়, গর্বিত পিতা হিসেবে প্রকৌশলী ফজলুল হক, হোমিও চিকিৎসা সেবায় ডা. আকতার হোসেন চৌধুরী বাদল, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মিয়া, সংগঠকে নুর মোহাম্মদ, নাট্য সংগঠকে মাহবুবুল আলম খান, ভাওয়াইয়া শিল্পী হিসেবে এড. রেজেকা সুলতানা ফেন্সি, সাংবাদিকতায় মাহবুবুল ইসলাম, তরুণ সংগঠকে আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মাহবুবার রহমানকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরে গণহত্যায় সহযোগিতার অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র

আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

আ’লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে : মির্জা আব্বাস

আলুঘাটির প্রেমে পড়ে ঢাকায় ফুডকার্ট দিলেন ঝিনাইদহের যুবক | Traditional Food Alu Ghati

আমি সাকিব আল হাসানকে বল করতে চাই: রবিন মিয়া | Neymar Friend Robin Mia | Neymar | Daily Karatoa

প্রত্যেক বলে ছয় চার মা*রতে চান অভিনেত্রী আলিশা | BD Actress | Entertainment | Daily Karatoa