ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বনশ্রীতে শিশু গৃহকর্মী ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার

শিশু গৃহকর্মী ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার

রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসার গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (৪৫) নামে গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১১ মে )দুপুরের ওই গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, ‘খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১৪ নম্বরের এল ব্লকে বাসায় ১২ বছরের গৃহকর্মী ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ওই বাসায় গৃহকর্তা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

ওসি আরও বলেন, ‘চলতি মাসে ভুক্তভোগী শিশুটি মাসুদ নামের ওই ব‍্যক্তির বাসায় কাজ করতে যায়। গত ২ মে রাতে ওই শিশুকে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারকে জানালে রাতে মামলা করে শিশুটির বাবা।’

মামলা সূত্রে জানা যায়, শিশুটির বাবা পেশায় একজন রিকশাচালক। তাঁর শ্বশুরবাড়ির আত্মীয় হওয়ায় মাসুদ রানা নামের ওই ব্যক্তির বাসায় গৃহকর্মী কাজে দেয় মেয়েকে। পরে ওই ব্যক্তির বাসা থেকে ফোনে কথা বললে সেখানে কাজ করতে চায় না বলে মেয়ে বাবাকে জানায়। পরে গৃহকর্মী শিশুকে বাসায় নিয়ে আসলে সে খাওয়া দাওয়া করে না ঠিকমতো। এরপর তার পেট ব্যথা হলে ঘটনাটি প্রতিবেশীকে জানায়। পরে রাতে ওই গৃহকর্তা মাসুদ রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা। ওই মামলায় পুলিশ আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইগারদের ব্যর্থতায় প্রশ্নের মুখে কোচ সালাউদ্দিন

খুলনায় যুবদল নেতা মাহাবুব হত্যার ঘটনায় মামলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরা গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে আটক করে পুলিশে সোপর্দ

‘যোগাযোগ উৎসব ২০২৫’-এ মুগ্ধতা ছড়ালেন লোপা

শিক্ষকের অনৈতিক দাবি, শরীরে আগুন ধরিয়ে দিলেন ছাত্রী

রংপুরে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার