ভিডিও রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৯ মে, ২০২৫, ১০:১৩ রাত

বগুড়ার সোনাতলায় জামাইয়ের হামলায় স্ত্রী ও শ্বশুরসহ ৪ সদস্য আহত

বগুড়ার সোনাতলায় জামাইয়ের হামলায় স্ত্রী ও শ্বশুরসহ ৪ সদস্য আহত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য জামাইয়ের মারপিটের শিকার হয়েছেন শ্বশুর, শাশুড়ি ও দাদা শ্বশুরসহ শ্বশুর বাড়ির ৪ সদস্য। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া দক্ষিণপাড়া গ্রামের মুনজু মিয়ার মেয়ের সাথে একই গ্রামের মৃত রেজ্জাক প্রামানিকের ছেলে ও বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য আশিদুল ইসলামের বিয়ে হয় ৬/৭ বছর আগে।

বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ বিবাদ লেগেই থাকতো এক পর্যায়ে গত মঙ্গলবার রাতে ওই বিজিবি সদস্য বাড়িতে ছুটিতে এসে তার স্ত্রী মিম বেগমকে মারপিট করে। এ সময় ওই গৃহবধু কৌশলে ঘর থেকে বেরিয়ে পার্শ্ববর্তী বাবার বাড়ির কাছাকাছি গিয়ে চিৎকার দেয়।

এ সময় ওই গৃহবধুর আত্মীয়স্বজন এগিয়ে এলে জামাই আশিদুল ইসলাম তার শ্বশুর মুনজু মিয়া (৫৫), দাদা শ্বশুর আবেদালী (৯০), মহসিন আলী (৭০), মিম বেগম (২৫)কে বেদম মারপিট করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক।

আরও পড়ুন

উল্লেখ্য,ইতিপূর্বে জামাই আশিদুল ইসলাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাশুড়িকে থাপ্পর দেয়। এ বিষয়ে আশিদুল ইসলামের ছোট ভাই হাসান মিয়া বলেন, তার বড় ভাই ছুটিতে বাড়িতে এসে তার ভাবিকে রান্না করতে বললে তাদের দু’জনের মধ্যে তর্ক বিতর্ক থেকে মারপিটে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের হামলার শিকার তার ভাইসহ সে নিজেও হয়।

এ দিকে গৃহবধুর বাবা মুনজু মিয়া বলেন, ইতিপূর্বেও ওই জামাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্ত্রীর (শাশুড়ি) গালে থাপ্পর দেয়। এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেকবার চেষ্টা করে দেখতে চাই-ফেসবুক পোস্টে মাহফুজ আলম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬টি ভারতীয় গরু জব্দ

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে আটক ৬, ৫ জনের কারাদন্ড

সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহী বাস ঢুকে গেলো মসজিদে

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু