ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৯:০১ রাত

কিশোরগঞ্জে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল-আরোহী নিহত

কিশোরগঞ্জে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল-আরোহী নিহত

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলার বরাটিয়া ঈদগাহ মাঠের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে  মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন হাসিবুল হাসান শোভন (১৯) ও আনসার উদ্দিন আহমেদ লাম (১৯)। তাদের বাড়ি পাকুন্দিয়ায়। তারা দুজনই একাদশ শ্রেণির ছাত্র।

আরও পড়ুন

স্থানীরা জানান, বিকেলে আনসার উদ্দিন আহমেদ লাম ও হাসিবুল হাসান শোভন মোটরসাইকেলে করে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর থেকে পাকুন্দিয়া পৌর সদরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার বরাটিয়া ঈদগাহ মাঠের সামনে এলে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শোভন।

আর আনসার উদ্দিনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে আরএসএফ'র ড্রোন হামলায় নিহত ৪০

প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ : সারজিস

নির্বাচনে পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা প্রদান করলে তার বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

এই নির্বাচন আমার শেষ নির্বাচন : ফখরুল

নির্বাচনি প্রশিক্ষণ সম্পন্ন করল ৪৮ হাজার পুলিশ সদস্য

রাজশাহীতে বড়াল নদে গোসলে নেমে প্রাণ গেল দুই বন্ধুর