ফুফা শ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২
_original_1746704164.jpg)
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ফুফা শ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ,মো. স্বাধীন খান (২২) ও মো. আলী হোসেন (৩৫)।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (ছদ্মনাম: লাকি আক্তার), পাদ্রীশিবপুর ইউনিয়ন থেকে রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘরে তার ফুফা শ্বশুরের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে, স্থানীয় একটি ব্রিজের কাছে পৌঁছালে স্বাধীন খান ও আলী হোসেন কৌশলে তাকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানে তাকে তারা ধর্ষণ করে।
পরে তারা অটোরিকশাচালক আলী হোসেনকে ডেকে আনেন, যিনি এসে পুনরায় ভুক্তভোগীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ভুক্তভোগীকে অটোতে করে উপজেলার কালিগঞ্জ ঢালী বাড়ি মসজিদের সামনে নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
আরও পড়ুনভুক্তভোগী গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানালে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্বাধীন খান ও আলী হোসেনকে গ্রেপ্তার করে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে এবং দুজনকে গ্রেপ্তার করে। পলাতক বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
মন্তব্য করুন