ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে এক তরুণীর (২০) সাথে প্রেমের  সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত একটি মামলার প্রধান আসামি সাকিব আলী (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বারঘরিয়া বাদুরতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে।

আজ বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কে একাধিকবার হওয়া শারীরিক সম্পর্কের ছবি নিজের মোবাইলে ধারণ করে রাখে ওই যুবক। সম্পর্কের এক পর্যায়ে ওই তরুণী বিয়ের প্রস্তাব দিলে ওই যুবক টালবাহানা শুরু করে। এরপর ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে ওই যুবক তার কাছে থাকা আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

আরও পড়ুন

এ অবস্থায় ওই তরুণী গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়। আজ বুধবার (৭ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা স্পেনের স্টিল কোম্পানির

সাধারণ ছুটিসহ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ 

আগস্টে ভারতের বাংলাদেশ সফরে সায় নেই মোদী সরকারের

সরকারি অনুদানের ৩২টি চলচ্চিত্রের জন্য বরাদ্দ ৯ কোটি টাকা

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন আর্সেনালের