আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার আর নেই

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও সাবেক ডিফেন্ডার লুইস গালভান মারা গেছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কোর্দোবা শহরের রেইনা ফাবিওলা ক্লিনিকে গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছিলেন গালভান।
১৯৭৮ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-১ গোলে জয়ী হওয়া আর্জেন্টিনা দলের মূল সেন্টার-ব্যাক ছিলেন লুইস গালভান। টুর্নামেন্টের সবগুলো ম্যাচে অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে রক্ষণভাগে দারুণ জুটি গড়ে তুলেছিলেন তিনি। ১৯৮২ সালের স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপেও রক্ষণে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৩৪টি ম্যাচ খেলে ১৯৮৩ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন এই ডিফেন্ডার।
ক্লাব পর্যায়ে গালভান তার শৈশবের ক্লাব তাজেরেস দে কোর্দোবার হয়ে খেলেন দীর্ঘ ১৭ মৌসুম। ১৯৭০ থেকে ১৯৮২ এবং পরবর্তীতে ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দুই দফায় ক্লাবটির হয়ে ৫০৩টি ম্যাচ খেলে রেকর্ড গড়েন তিনি। এএফএ এক বিবৃতিতে জানায়, ‘এই দুঃখজনক সময়ে এএফএ-এর সবাই গালভানের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’
মন্তব্য করুন