দাম্মাম মাতালেন ইমরান, জেদ্দা মাতানোর অপেক্ষায়
_original_1746454535.jpg)
অভি মঈনুদ্দীন ঃ পূর্ব সৌদি আরবের দাম্মাম মহানগরের খুবার শহরের এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশী দর্শককে গানে গানে মুগ্ধ করেছেন বাংলাদেশের এই প্রজন্মের শীর্ষ গায়ক ইমরান মাহমুদুল।
মূলত সৌদি আরবের দাম্মাম ও জেদ্দাতে পরপর দুটি শোতে অংশ নিতে সৌদি আরবে গিয়েছেন ইমরান। এরইমধ্যে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষ্যে সেই দিবসেই খুবারের আল ইসকান পার্কে নিজের পুরো দল নিয়ে সঙ্গীত পরিবেশন করেন ইমরান মাহমুদুল। হাজার হাজার দর্শক ইমরানের গান সরাসরি উপভোগ করার জন্য অনুষ্ঠান শুরু হবার আগেই ইসকন পার্কে সমাবেত হয়। এই পার্কে এক লাখ দর্শক একসঙ্গে যেকোনো শো উপভোগ করতে পারেন।
হাজার হাজার দর্শক এক সময় লাখে পরিণত হয়। যখন একের পর এক মঞ্চে গান গাইছিলেন ইমরান প্রায় শেষের দিকে পার্কের বাইরে আরো হাজার হাজার দর্শক ইমরানের গান শোনার অপেক্ষায় ছিলেন। কিন্তু ভেতরে দর্শকের উপচেপড়া ভীড়ের কারণে আর তারা ভেতরে যেতে পারেননি। মঞ্চে উঠে টানান ১ ঘন্টা ৪৫ মিনিট পারফর্ম করেন ইমরান ও তার ব্যণ্ড দল ‘আই কিংস’। ‘তুই কী আমার হবিরে’,‘ এমন একটা তুমি চাই’,‘ দিয়েছি তোকে দিল দিল দিল’,‘ ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো’,‘ দূরে দূরে’,‘ সখি তোমারে বাঁধিবো’,‘ এ জীবনে যারে চেয়েছি’,‘ ফিরে আসেনা’,‘ রাত ভোর’ ইত্যাদি গান টানা ১ ঘন্টা ৪৫ মিনিট গেয়ে শোনান ইমরান। ইমরানের প্রতিটি গানই এতো জনপ্রিয় যে যখনই ইমরান গাইতে শুরু করেন দর্শকের মধ্যে সেই গানকে ঘিরেই যেন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছিলো।
আরও পড়ুনইমরান বলেন,‘ দাম্মামের শোতে দর্শকের যে ভালোবাসা পেয়েছি আমি তাতে সত্যিই ভীষণ মুগ্ধ। দর্শকের মানুষের এই ভালোবাসার জন্যই আমি, আমরা যারা শিল্পী তারা অনুপ্রাণিত হই আরো ভালো গান করার। আর স্টেজ শোতে দর্শকের সেই ভালোবাসার প্রতিফলনটা ঘটে। দাম্মামের শোতে পার্কের ভেতরে বাইরে আমার গানকে ঘিরে যে উচ্ছ্বাস আমি দেখেছি তা দীর্ঘদিন আমার মনে থাকবে। মনে থাকবে আমার গানের অসংখ্য ভক্ত এখানেও আছে। প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের মনের মাঝে আমার গান ঠাঁই করে নিয়েছে এটাও অনেক বড়প্রাপ্তি। তারা ইমরানকে ভালোবাসে, ইমরানের গানকে ভালোবাসে-এটা অনেক সম্মানের বিষয়। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আমার মিউজিসিয়ানসদের জন্য ভালোবাসা।’
এদিকে ইমরান জানান আগামী ৮ মে সৌদি আরবের জেদ্দায় আবারো সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এরপর তিনি দেশে ফিরবেন। আই কিংস’-এ আছেন ভোকালিস্ট ইমরান, বেজ গীটারে জাহাঙ্গীর আলম জনি, ড্রামস-এ সজল কুমার সাহা মিঠু, কী বোর্ডে মোঃ কাইয়ূম খান ও লিড গীটারে আছেন মোঃ শাহরিয়ার সাঈদ (শুভ্র)।
মন্তব্য করুন