ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

সহসাই ফিরছেন না মৌসুমী

জনপ্রিয় নায়িকা মৌসুমী।

 বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী। ১৯৯৩ সালে সালমান শাহ’র বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’- সিনেমায় অভিনয় করে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। সেইসঙ্গে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অগণিত সম্মাননা। কিন্তু তিনি আর অভিনয়ে ফিরতে চাইছেন না বলে জানালেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে তার সঙ্গে আছেন মেয়ে ফাইজা ও অসুস্থ মা। এই মুহূর্তে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

ওমর সানী জানান, মৌসুমী সহসাই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেয়া জরুরি। এ ছাড়া, ওমর সানী বলেন, ও আমাকে বলেছে, আমি ভুলে যেতে চাই যে আমি মৌসুমী ছিলাম। আক্ষেপ প্রকাশ করে ওমর সানী বলেন, এই কথাটা খুব কষ্টের। তার মতো একজন লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারও নেই। নতুনদের সৌজন্যতাবোধে ঘাটতি আছে। তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।

আরও পড়ুন

সর্বশেষ ২০২৩ সালে ঈদে মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত ‘সোনার চর’ সিনেমা। অভিনয়ের বাইরে গায়িকা ও পরিচালক হিসেবেও মৌসুমী ছিলেন সক্রিয়। যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে এখনো পারফর্ম করছেন তিনি। এমনকি ২৭শে এপ্রিল নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল’ মঞ্চে গান গেয়েছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ