ভিডিও শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:২৯ রাত

দিনাজপুরের বোচাগঞ্জে রাজসিক সৌন্দর্য ছড়াবে টিউলিপ

দিনাজপুরের বোচাগঞ্জে রাজসিক সৌন্দর্য ছড়াবে টিউলিপ। ছবি : দৈনিক করতোয়া

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ধান-লিচুতে ভরপুর দিনাজপুর জেলা। এ জেলার অর্থনীতি কৃষিনির্ভর। ধানের জেলা হিসেবে দিনাজপুরের সুনাম দীর্ঘদিনের। তবে এবার প্রথমবারের মতো এই জেলায় চাষ হচ্ছে শীতপ্রধান দেশের ফুল টিউলিপ।

এ ফুলের সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, ঠিক তেমনি অর্থনৈতিক দিক দিয়ে ও গুরুত্বপূর্ণ। রাজকীয় এ টিউলিপ ফুল ফুটেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার হাছিনুর রহমান চৌধুরীর বাগানে। তিনি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে দুই শতক জমিতে পাঁচ জাতের ৫শ’ চারা লাগিয়েছেন। এই মধ্যে কিছু গাছে হলুদ ও লাল রঙের টিউলিপ ফুটেছে।

জানা যায়, গত মাসের (৭ জানুয়ারি) তারিখে পঞ্চগড় থেকে চারা এনে হাছিনুর রহমান চৌধুরী তার নিজস্ব জমিতে পরীক্ষামূলক রোপণ করেন। তার দুই শতক জমিতে ৫শ’ টিউলিপ আছে। এই টিউলিপ ফুলের বাগানে খরচ হয়েছে প্রায় ৭৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, আমি তখন পঞ্চগড় থেকে পাঁচ জাতের ৫শ’ চারা কিনি। সেগুলো পরীক্ষামূলক চাষ শুরু করি। এই চারা রোপণের ১৩ দিন পরেই হলুদ রঙের কিছু গাছে টিউলিপ ফুল ফুটেছে। আমি আশা করছি আগামী ১০ দিনের মধ্যে বাকি সব গাছে টিউলিপ ফুটবে।

আরও পড়ুন

বোচাগঞ্জ কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসার মাহাবুব রহমান বলেন, টিউলিপ চাষের বিষয়ে জানতে পেরে আমি পরিদর্শনে গিয়েছিলাম। উনাকে কিছু পরামর্শ দিয়েছি। তিনি দক্ষতার সাথেই টিউলিপ চাষ করছেন।

বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, টিউলিপ চাষের বিষয়ে জানতে পেরে আমাদের উপ-সহকারী কৃষি অফিসার পরিদর্শনে গিয়েছিল। উপ-সহকারী কৃষি অফিসার উনাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে হাছিনুর ভাইকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আমি হাছিনুর সাহেবের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। বাগান মালিক প্রথমে সৌখিনতা বশত: টিউলিপ বাগানের কথা বললেও এই অঞ্চলের মাটিতে টিউলিপের ফুল ফোটায় তিনি সামনে বাণিজ্যিক হিসেবে বাগানের পরিধি বাড়াবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঙ্গাচড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

বগুড়ার কাহালুতে সৎ ছেলের হাতে বাবা খুন

নওগাঁর রাণীনগর রেলগেটে যানজট  নিরসনের দাবিতে মানববন্ধন

রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন 

৪৪তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ

তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি