চোখের নিচের কালো দাগ দূর করবেন যেভাবে
_original_1746450153.jpg)
লাইফস্টাইল ডেস্ক : আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হল চোখ। আমাদের সকলের উচিত চোখের অনেক বেশি খেয়াল রাখা। তবে দেখা গেছে চোখের যত্ন আমরা করি না। তাই বিভিন্ন কারণে চোখের নিচে ডার্ক সার্কেল বা কালো দাগ পড়ে।
ঘুম ও বিশ্রামের অভাব ডার্ক সার্কেলের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। দিনের পর দিন না ঘুমালে অবসাদে ত্বক ফ্যাকাশে হয়ে ওঠে, চোখের নিচে ফোলা ভাব তৈরি হয়, যা চোখের নিচে গাঢ় ছায়া ফেলে।
পানিশূন্যতা বা পর্যাপ্ত পানি পান না করাও ডার্ক সার্কেলের জন্য দায়ী। ডিহাইড্রেশন হলে চোখ অক্ষিকোটরে বসে যায় এবং কালচে দেখায়। আজকাল আবার দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপ স্ক্রিনের পাশে কাটানোর প্রবণতা রয়েছে। এতে চোখে চাপ পড়ে এবং চারপাশের ত্বক কালো হয়ে ওঠে।
চোখের নিচে কালো দাগ পড়লে তা কমানোর জন্য নানাভাবে চেষ্টা করেন অনেকে। এজন্য নিয়মিত যত্ন নেওয়া আবশ্যক। স্থায়ী সমাধানের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিলে সবচেয়ে বেশি উপকার পাবেন।
চলুন জেনে নেওয়া যাক, চোখের নিচে কালো দাগ দূর করার জন্য কী করবেন-
আই ক্রিম ব্যবহার
চোখের নিচে কালো দাগ পড়লে তা দূর করার জন্য ব্যবহার করতে পারেন পেপটাইডযুক্ত আই ক্রিম। দাগের পাশাপাশি এটি চোখের নিচের ফোলাভাবও কমাবে।
শসার ব্যবহার
শসার ব্যবহারে চোখে আরামবোধ হয়। শসা স্লাইস করে কেটে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। চোখের ওপর তা ১৫-২০ মিনিট রেখে পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে দিনে অন্তত দুইবার ব্যবহার করুন।
আরও পড়ুনআলুর ব্যবহার
আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচ এজেন্ট, যা প্রাকৃতিকভাবে চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে। আলু রস করে ফ্রিজে রেখে দিন। একটি কটন বলের সাহায্যে আলুর রস চোখের কালো অংশে লাগিয়ে ১০ মিনিটের মতো রেখে দিন। তারপর পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে।
আমণ্ড অয়েল
আমণ্ড অয়েল বা কাঠবাদামের তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, এটি চোখের কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল রাখে। রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে আমণ্ড অয়েল নিয়ে চোখের নিচে আলতোভাবে ম্যাসাজ করে রেখে দিতে হবে।
ঠাণ্ডা টি ব্যাগ
টি ব্যাগ ব্যবহার করার পর তা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এরপর তা ফ্রিজ থেকে বের করে নিন এবং চোখ বন্ধ করে ১০ মিনিট চোখের ওপর রেখে দিন। প্রতিদিন ব্যবহার করতে পারলে চোখের নিচের কালো দাগ অনেকটাই হালকা হবে।
চামচে সমাধান
সবশেষে বলবো, সবচেয়ে সহজ সমাধানের কথা। ফ্রিজে ২টি চামচ রেখে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হয়ে গেলে তা ফ্রিজ থেকে বের করে চোখের ওপরে ধরে রাখুন যতক্ষণ না এটি সাধারণ তাপমাত্রায় আসে। এটি একই সঙ্গে চোখের ক্লান্তি ও চোখের নিচের কালো দাগ দূর করবে।
মন্তব্য করুন