ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি

আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি, ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীক শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। এদিন তাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতের কাঠগড়ায় আনা হয়। কাঠগড়ায় থাকা অবস্থায় ও হাজতখানার দিকে নেওয়ার পথে পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করেন তিনি। 

আজ সোমবার (৫ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত ও আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এদিন সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজী সেলিমকে হাজির করা হয়। পরে আদালতের কাঠগড়ায় রাখা হয় তাকে। এসময় তার হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি। বাকশক্তি হারিয়ে বোবা হয়ে যাওয়া হাজী সেলিম চিল্লাতে থাকেন পুলিশ সদস্যকে লক্ষ্য করে। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন। 

আরও পড়ুন

এরপর গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। পরে শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। পরে ১০টা ১৫ মিনিটের দিকে এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এখানেও বাধে বিপত্তি। পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচিতে লিপ্ত হন বাকশক্তিহীন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এসময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছন দিক থেকে পিছমোড়া করে বাধা ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রিদ ওপেন দিয়েই শিরোপার সূচনা করলেন ক্যাসপার রুড

জামালপুরে  শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাতের মধ্যে বগুড়াসহ ৮ অঞ্চলে ঝড়ের আভাস

 যানজট এড়াতে ডিএমপির ১০ নির্দেশনা, এক্সপ্রেসওয়েতে চলবে সিএনজি-বাইক

ঝিনাইদহে মাদক মামলায়  দম্পতিকে আটক