গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ থানার পুলিশ শহরের থানা মোড় চারমাথা এলাকা থেকে মোটরসাইকেল আরোহী করুণা রায় (২৮) নামের ওই মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতার করুণা রায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের করুসাফেরুসা গ্রামের মৃত চন্দ্র কান্ত রায়ের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন