পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবলীগ নেতা নিউটন গ্রেফতার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা আক্তার হোসেন নিউটনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টায় দেবীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স লাবনী স্টোর থেকে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ।
আক্তার হোসেন নিউটন দেবীগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া এলাকার মৃত আলাবক্সের ছেলে। তিনি দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া সর্বশেষ অনুষ্ঠিত পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হন আক্তার হোসেন নিউটন।
আরও পড়ুনসরকার পরিবর্তনের পর সারাদেশের ন্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে জেলা পরিষদের সদস্য পদ থেকে অপসারণ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে রোববার আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন