ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

মাদ্রিদ ওপেনের ফাইনালে ব্রিটিশ-নরওয়ে লড়াই

মাদ্রিদ ওপেনের ফাইনালে ব্রিটিশ-নরওয়ে লড়াই

স্পোর্টস ডেস্ক:  মাদ্রিদ ওপেনের ফাইনালে নরওয়ের টেনিস তারকা ক্যাসপার রুডের মুখোমুখি হচ্ছে ব্রিটিশ টেনিস তারকা জ্যাক ড্রেপার। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় শুরু হবে ম্যচটি। মাদ্রিদ ওপেনে প্রথম ইংলিশ তারকা যিনি মাদ্রিদ ওপেনের ফাইনালে পৌঁছেছেন। এছাড়া স্কটল্যান্ডের অ্যান্ডি মারের পরে দ্বিতীয় ব্রিটিশ, যিনি তিনটি ফাইনালে খেলেছেন । অপরদিকে চোট থেকে ফিরেই আধিপত্য বজার রেখেছেন নরওয়ের তারকা রুড। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন তিনবার ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

মাদ্রিদ ওপেন টেনিসের ফাইনাল নিশ্চিত করলেন ব্রিটিশ টেনিস সেনশেসন জ্যাক ড্রেপার। ২০২৪ সালের ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট ক্লে-কোর্ট ইভেন্টের ফাইনালে পৌঁছানোর এটিই প্রথমবার। সেমিফাইনালে লরেঞ্জো মুসেত্তিকে ৬-৩, ৭-৬ ও ৭-৪ গেমে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন তিনি। 

ব্রিটিশ এই তারকা প্রথম সেটে ভেঙে পড়েছিলেন কিন্তু স্বাচ্ছন্দ্যে তার নিজের দুটি ব্রেক নিয়ে ম্যাচে ফেরেন। মার্চে ইন্ডিয়ান ওয়েলসে হোলগার রুনকে হারিয়ে বছরের দ্বিতীয় এটিপি শিরোপা জয়ের লক্ষ্যে আছেন ড্রেপার।

আরও পড়ুন

এদিকে চোট থেকে ফিরে দুর্দান্ত ছুটে চলেছেন ক্যাসপার রুড। মাদ্রিদ ওপেনের ফাইনাল নিশ্চিত করলেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্ট। সেমিফাইনালে ফ্রান্সিসকো সেরুন্ডোলোর বিপক্ষে ৬-৪, ৭-৫ সরাসরি সেটে হারান পাঁজরের আঘাতের সাথে লড়াই করা এই নরওয়ের তারকা।

ক্লে কোর্টের বিশ্বের ১৫ নম্বর শীর্ষ তারকা রুডের ১৮তম ফাইনাল এটি। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় রেড ডার্টে ১১টি শিরোপা জিতেছেন, যার মধ্যে তার সর্বশেষ সাফল্য এসেছে ২০২৪ সালের মে মাসে জেনেভা ওপেনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া যৌনপল্লী থেকে উপি সদস্য গ্রেপ্তার

রয়েল পাবলিকেশন কর্তৃক সাহিত্য সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত

ইমতিয়াজ ইউ আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘রিট্রিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংকের আশুলিয়া উপ  শাখার উদ্বোধন