নাটোরের বড়াইগ্রামে মৎস্য অভয়ারণ্য থেকে ৩টি শ্যালো মেশিন জব্দ আটক ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মৎস্য অভয়ারণ্য থেকে মাছ ধরার প্রচেষ্টার অভিযোগে শাজাহান (৩০) নামের ১ জনকে আটক ও তিনটি সেচ যন্ত্র শ্যালো মেশিন জব্দ করেছে সেনাবাহিনী। আজ শনিবার (৩ মে) দুপুরে উপজেলার পারকোল এলাকার চিঙ্গিডাঙ্গার বিল থেকে এসব মেশিন জব্দ করে নাটোর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
শাজাহান উপজেলার পারকোল গ্রামের আজিজুল হকের ছেলে। শাজাহান তার সঙ্গীদের নিয়ে পারকোল এলাকার চিঙ্গিডাঙ্গার বিলের মৎস্য অভয়ারণ্যে মাছ ধরার জন্য শ্যালো মেশিন দিয়ে পানি সেচতে শুরু করে।
আরও পড়ুনখবর পেয়ে সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছেন। সেখান থেকে শাজাহানকে আটক ও মৎস্য অভয়ারণ্যে পানি সেচে ব্যবহৃত ৩ টি শ্যালো মেশিন জব্দ করা হয়।
মন্তব্য করুন