হাবিবের কনসার্টের ‘রাত নির্ঘুম’ গানের ভাইরাল ভিডিওর অনুরোধ রাখা ছেলেটি আসলে কে?

বিনোদনডেস্ক: দীর্ঘ দেড় দশক পর নিজের শিকড়ের টানে মুন্সিগঞ্জের শ্রীনগরের দক্ষিণ পাইকশা গ্রামে কনসার্ট করতে গিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। কনসার্টে দর্শকের গানের অনুরোধে হঠাৎ এক দৃশ্য ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল সে ভিডিওতে দেখা যায় হাবিবের এক খুদে ভক্ত বারবার কানের কাছে এসে বলছে— ‘রাত নির্ঘুম’ গাও, ‘রাত নির্ঘুম’ গাও। কিন্তু হাবিব তখন অন্য দর্শকদের কথায় মন দিচ্ছেন। এ দৃশ্যকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য মিম। পরে জানা গেল, সেই বারবার গান অনুরোধ করা ছেলেটি আর কেউ নয়— হাবিবের নিজের ছেলে আলীম ওয়াহিদ।
সংবাদমাধ্যমে হাবিব বলেন, আমার সব কনসার্টেই এমন ঘটনা ঘটে। আলীম ছোট থেকেই আমার সঙ্গে স্টেজে থাকে। ও প্লেলিস্ট মুখস্থ রাখে। কোনো গান বাদ গেলে মনে করিয়ে দেয়, আবার কোনো গান খুব শুনতে চাইলেও অনুরোধ করে। সেদিনও তাই করছিল।হাবিব জানান, সেদিন দর্শকদের গানের অনুরোধে কান দিচ্ছিলেন তিনি, তাই ছেলের কণ্ঠ ভালো করে শুনতে পাননি। হাবিব বলেন, আলীম তো আমার টিমেরই অংশ। ওর দায়িত্ববোধ অনেক বেশি।
আমার সব গান ওর মুখস্থ, নতুন সদস্য কেমন বাজাচ্ছে তাও সে খেয়াল রাখে। সে শুধু আমার ছেলে নয়, আমার পারফর্মেন্স পার্টনার।শুধু অনুরোধই নয়, হাবিবের কনসার্টের অনেক ভিডিওতেই দেখা গেছে ছেলেকে গলা মেলাতে, গানের তালে তালে ড্রামস বাজাতে। গত বছর আলীমের স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এক মঞ্চে উঠেছিলেন তিন প্রজন্ম—দাদা ফেরদৌস ওয়াহিদ, বাবা হাবিব ওয়াহিদ ও নাতি আলীম ওয়াহিদ। সেখানে আলীম ড্রামস বাজাচ্ছিল, হাবিব গান গাইছিলেন, আর পাশে ছিলেন ফেরদৌস ওয়াহিদ। সেই মুহূর্তের ভিডিওও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।বর্তমানে ড্রামসের পাশাপাশি গিটারের দিকেও আগ্রহী হয়ে উঠেছে আলীম। ইউটিউব ভিডিও ও বাবার গিটারিস্টের কাছ থেকে শিখছে গিটারের কৌশল।
মন্তব্য করুন