বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট। চলছে বোরো ধান কাটার মৌসুম, ১৮ থেকে ৫০ বছর বয়সী অসংখ্য মানুষ আসেন এই হাটে। তাদের হাতে কাস্তে, বাঙ, পরণে লুঙ্গি ও কাঁধে গামছা। ছোট ছোট দল বেঁধে প্রান্তিক কৃষকের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন তারা। কৃষক আসবে দরদাম ঠিক হবে তারপর ধান কাটতে যাবেন।
প্রতিবছর ধানকাটা মৌসুম এলেই সেই ভোর থেকে শ্রমিকের এই হাট বসে শেরপুর উপজেলার খন্দকারপাড়ার (শেরপুর-ধুনট) আলীয়া মাদ্রাসা গেট সংলগ্ন এলাকায়। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলে এই শ্রমিকের হাট। বর্তমানে ৭০০ থেকে ৮০০ টাকায় প্রতিদিন হিসেবে শ্রম বিক্রি হচ্ছে। আবার ধান কাটা থেকে শুরু করে মাড়াই এবং কৃষকের গোলায় তুলে দিয়ে বিঘায় ৩ থেকে ৪ হাজার টাকার চুক্তিতেও শ্রম বিক্রি করছেন অনেকেই।
শ্রমিকের হাটে কথা হয় শেরপুরের পানিসাড়া গ্রামের কৃষি শ্রমিক হাসেম আলী (৪৫), বাবলু (৪০) ছোনকা গ্রামের হানিফের (৫০) সঙ্গে। তারা বলেন, শেরপুর-ধুনট রোডের আলীয়া মাদ্রাসা গেটে সারাবছরই শ্রমিকের হাট বসে, তবে ধানকাটার মৌসুম এলে শ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি বছরই এই সময়ে ধান কাটার জন্য আমরা আসি। এসময় শ্রমিকের দাম বেশি থাকে, এক মাস কাজ করলে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারি।
আরও পড়ুনশেরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় ২০ হাজার ৪৮৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৬৪৩ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকি ধান কাটা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন