ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

নিজেকে ভুলে যেতে চান নায়িকা মৌসুমী

নিজেকে ভুলে যেতে চান নায়িকা মৌসুমী, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : প্রিয়দর্শিনী মৌসুমী দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তার ভক্তরা অপেক্ষা করছেন, কবে আবার অভিনয়ে ফিরবেন তাদের প্রিয় নায়িকা। কিন্তু মোসুমী ভক্তদের জন্য দুঃসংবাদ! অভিনয়কে বিদায় জানাতে চাইছেন এক সময়ের অসম্ভব জনপ্রিয় এই নায়িকা। খবরটি জানিয়েছেন খোদ তার স্বামী অভিনেতা ওমর সানী।  

প্রায় দুই বছর হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে তিনি তার মায়ের কাছে থাকেন। সঙ্গে আছেন মেয়ে ফাইজা। তবে খুব শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওমর সানী। এ বিষয়ে সানী গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি।’ তিনি জানিয়েছেন, মৌসুমী নাকি এও বলেছেন যে, তিনি ভুলে যেতে চান তিনি মৌসুমী  ছিলেন!   

গণমাধ্যমকে দেওয়া এক এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর এই কথাটা খুব কষ্টের। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই।’ এমনকি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’

আরও পড়ুন

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন প্রয়াত সালমান শাহ। এরপর করেছেন অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত, সড়ক অবরোধ

ডাকসু নির্বাচন নিয়ে স্থগিতাদেশ রায়ের বিরুদ্ধে শুনানি শুরু

বান্দরবানে কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র উদ্ধার

ধর্ষণের হুমকি দেওয়ায় ঢাবি শিক্ষার্থী আলী হুসেন ছয় মাসের জন্য বহিষ্কৃত

সিলেটে বাংলাদেশের টার্গেট আজ ‘হোয়াইটওয়াশ’