সুষ্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান তারেক রহমানের

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির ঐক্যে বিভেদ উসকে দিতে চায়। এ সময় সুষ্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মানবিক করিডোর দেয়ার ক্ষেত্রে বিদেশিদের স্বার্থ রক্ষা নয়। সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
আরও পড়ুনএদিন দুপুরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের মধ্যে অনেকেই রঙিন ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন।
সমাবেশে সংগীত পরিবেশন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পী কনকচাঁপা, মৌসুমীসহ কয়েকজন।
মন্তব্য করুন