ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন : আশফাক নিপুন

ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন : আশফাক নিপুন, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করায় উত্তপ্ত চলচ্চিত্রাঙ্গন। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও বিষয়টি বিব্রতকর বলে মন্তব্য করেছেন। এবার নুসরাত ফারিয়া প্রসঙ্গে সরব হলেন, নির্মাতা আশফাক নিপুন। নিপুন বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণ-অভ্যুত্থান পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে ছিলেন। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারকে নাটক বলে মনে করছেন এ নির্মাতা।

সোমবার ফেসবুকে নিপুন লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যা-ই হোক, সংস্কার বলে না সরকার।’ তিনি আরো লিখেছেন, ‘হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। সবশেষে লিখেছেন, ‘আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কোনো রকম প্রহসন চাইনি, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন।

আরও পড়ুন

রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখান হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া নুসরাত ফারিয়াকে সোমবার কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে গাড়ি উল্টে লাখ টাকার ডিম নষ্ট, চালক আহত

চিত্রনায়ক আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্ক করলেন মেয়ে আঁখি

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

নব্বই দশকের গল্প শোনাবেন বাপ্পা মজুমদার

সনাতনীরা আর একক দলের ভোট ব্যাংক হবে না

মানবাধিকার রক্ষায় মাইলফলক স্থাপন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার : আইন উপদেষ্টা