ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৬ বিকাল

ফরিদপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছে ছোট ভাই

ফরিদপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছে ছোট ভাই

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সালাউদ্দিন শেখ (৩০) নিহত হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত আলাউদ্দিন শেখ (২৫) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার (১২  সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিন শেখের মৃত্যু হয়। এর আগে সকালে পারিবারিক কলহের জেরে সালাউদ্দিন শেখকে কোপানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই বটি দিয়ে বড় ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে বড় ভাই সালাউদ্দিনের পেট কেটে ভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিনের মৃত্যু হয়। সর্বশেষ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে সালাউদ্দিনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারে শোকের ছায়া নেমে আসে। আশপাশের শতশত লোকজন ও বাড়িতে ভিড় জমায়।

আরও পড়ুন

তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান জানান, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই গুরুতর জখম হন। পরে তাকে মারাত্মক জখম অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত দশটার দিকে মারা যায়।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত আলাউদ্দিন শেখ পালিয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কমপ্লিট শাটডাউন’ নিয়ে যে বার্তা দিলেন প্রাথমিকের শিক্ষকরা

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

বগুড়া শহরের চাঁদনী বাজার মোড় আজও হয়নি ক্লক টাওয়ার নির্মাণ দখল-দূষণে অন্তহীন দুর্ভোগ

স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল

নাতনিকে বিয়ে না করার পরামর্শ দিলেন জয়া বচ্চন

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন কনকচাঁপা