ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বিড়াল পুষলে মানসিক চাপ ও হৃদরোগের ঝুঁকি কমে

ছবি : সংগৃহিত,বিড়াল পুষলে মানসিক চাপ ও হৃদরোগের ঝুঁকি কমে

লাইফস্টাইল ডেস্ক : বিড়ালের শরীরে অক্সিটোসিন নামক একটি হরমোন থাকে, যা মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে।

 

১. যখন আপনি বিড়ালকে আদর করেন, তার গা ঘেঁষে বসেন বা সে আপনাকে মুখ ঘষে—তখন তার শরীরে অক্সিটোসিন নিঃসরণ হয়।
২. একই সাথে, আপনার শরীরেও অক্সিটোসিনের মাত্রা বেড়ে যায়, যা স্ট্রেস ও ডিপ্রেশন কমাতে সহায়ক।
৩. অক্সিটোসিনকে লাভ হরমোন বা হ্যাপি হরমোনও বলা হয়, কারণ এটি আনন্দ ও মানসিক প্রশান্তি বৃদ্ধি করে।
 

আরও পড়ুন

বিড়াল পাললে মানসিক স্বাস্থ্যের যেসব উপকার হয়-

১. ডিপ্রেশন ও একাকীত্ব কমায়
২. স্ট্রেস হরমোন (কর্টিসল) কমায়
৩. স্নায়বিক প্রশান্তি এনে দেয়
৪. রক্তচাপ ও হার্ট রেট নিয়ন্ত্রণে রাখে
৫. বেশকিছু গবেষণায় দেখা গেছে, বিড়াল পুষলে মানসিক চাপ কমে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এক গবেষণায় দেখা গেছে, যারা বিড়াল পোষেন; তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে ৩০ শতাংশ কম।
 
তাই বিড়ালের সাথে সময় কাটালে মেজাজ ভালো থাকবে! ওয়েলিয়া হেলথ নামের একটি ওয়েব সাইডে প্রকাশ হরা হয়েছে বিড়াল পালার ইতিবাচক দিক সম্পর্কে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

আজ বিশ্ব ‘বাঁশ’ দিবস

হাতুড়ির আঘাতে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার 

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু ইন্টার মিলানের

শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু