তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক : অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে ফের ধস নামার লক্ষণ দেখা যাচ্ছে। বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল (১ ব্যারেল=১৫৯ লিটার) অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে, তা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন।
অপরিশোধিত জ্বালানি তেলের দুই বেঞ্চমার্ক ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই দাম হ্রাস পেয়েছে। বাজার পর্যবেক্ষণাকারী বিভিন্ন সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বুধবার দিনের শুরু থেকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হচ্ছে ৬৩ দশমিক ১২ ডলারে এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেল বিক্রি হচ্ছে ৫৯ দশমিক ৩১ ডলারে। বাজার পর্যবেক্ষকরা জানিয়েছেন, শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১৫ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১৭ শতাংশ।
২০২১ সালের নভেম্বরের পর অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে এর আগে এত ধস নামেনি বলেও উল্লেক করেছেন পর্যবেক্ষকরা।
তেলের বাজারের এই পরিস্থিতির কারণ প্রসঙ্গে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা পিভিএম অ্যানালিস্টসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ার প্রধান সম্ভাব্য কারণ সরবরাহ বা যোগান বৃদ্ধি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ডলারের মানের অস্থিরতার কারণে ২০২৩ সালে ওপেক প্লাস জোটভুক্ত দেশগুলো তেলের দৈনিক উত্তোলনের পরিমাণ হ্রাস করেছিল।”
আরও পড়ুন“কিন্তু বর্তমানে ওপেক প্লাস জোটভুক্ত অনেক দেশই দৈনিক উত্তোলনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করছি, ইউক্রেন এবং ইরান নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে যে জটিলতা শুরু হয়েছে— তা কেটে গেলে বাজারে ফের ভারসাম্য ফিরে আসবে।”
সূত্র : রয়টার্স
মন্তব্য করুন