সারা টেন্ডুলকার নাকি সারা আলী খান-সম্পর্ক নিয়ে যা বললেন গিল

বিনোদন ডেস্ক : সারা টেন্ডুলকারের নাম লিখে গুগল সার্চ করলেই আপনি পাবেন শুবমান গিলের নাম, তার সঙ্গে প্রেমের যত খবর। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুজনের প্রেম নিয়ে কম গুঞ্জন দেখা যায়নি। এদিকে দুজনের প্রেমের গুঞ্জনে মাঝ ঢুকে পড়েছিলেন আরেক ‘সারা’, সারা আলী খান। এমনকি অভনিত করকে নিয়েও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল শুবমানের। সে সব গুঞ্জন নিয়ে এবার খোলামেলা আলোচনা করেছেন ভারতীয় তারকা।
ভারত ও গুজরাট টাইটান্সের ব্যাটার শুভমান গিল তার ব্যক্তিগত জীবন নিয়ে চলা গুজবকে ‘মজার’ বলে উড়িয়ে দিয়েছেন। হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেয়ো এক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী এই ক্রিকেটার জানান, তিনি গত তিন বছরেরও বেশি সময় ধরে সিঙ্গেল। এমনকি তার সঙ্গে গুঞ্জন আছে, এমন নারীদের কারো কারো সঙ্গে তার দেখাও হয়নি, জানান শুবমান। তিনি বলেন, ‘গত তিন বছরের বেশি সময় ধরে আমি সিঙ্গেল। এর মধ্যেও আমাকে নানান মানুষের সঙ্গে জড়িয়ে গুজব ছড়ানো হয়েছে। কখনো কখনো এমনও হয়েছে, যাদের সঙ্গে আমার কখনো দেখা পর্যন্ত হয়নি। এটা সত্যিই বিস্ময়কর।’
আরও পড়ুনশুধুমাত্র ক্যারিয়ারে মনোযোগী গিল ব্যাখ্যা করেন, ব্যস্ত ক্রিকেট সূচির কারণে সম্পর্কে জড়ানোর সময় তার নেই। ‘প্রায় ৩০০ দিন আমরা সফরে থাকি। এর মাঝে সম্পর্কের জন্য সময় দেয়া প্রায় অসম্ভব।’ মাঠে দর্শকদের নানা রকম স্লোগান বা চিৎকার প্রসঙ্গে গিল বলেন, ব্যাট করার সময় তিনি এসব একেবারেই শোনেন না। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে মনোযোগ এতটাই গভীর থাকে যে চারপাশের আওয়াজ কানে আসে না। তবে যখন ফিল্ডিং করি, বিশেষ করে বাউন্ডারির কাছে, তখন মাঝে মাঝে শুনতে পাই’ যোগ করেন তিনি। নিজের সরাসরি মন্তব্যের মাধ্যমে গিল আবারও প্রমাণ করলেন, ক্রিকেটই তার প্রথম অগ্রাধিকার। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল—দুই মঞ্চেই তিনি ভারতের সবচেয়ে সম্ভাবনাময় তারকাদের একজন হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
মন্তব্য করুন