ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

রাজবাড়ীর পদ্মা নদী থেকে যুবকের ভাসমান মস্তকবিহীন মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পদ্মা নদী থেকে যুবকের ভাসমান মস্তকবিহীন মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাজবাড়ীর পদ্মা নদী থেকে এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৭ এপ্রিল) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর চর কাঁচরন্দ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে অন্তরমোড় এলাকার পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।এদিকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা থেকে বাড়ি এসে নিখোঁজ হন ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে জিহাদ সরদার (৩০) নামের এক যুবক। তার স্বজন ও স্থানীয়দের ধারণা মরদেহটি নিখোঁজ যুবক জিহাদের।

আরও পড়ুন

নিহত জিহাদের চাচা আব্দুর রাজ্জাক ওরফে কেসমত সরদার মরদেহটি তার ভাতিজার দাবি করে বলেন, চার দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে জিহাদ। বাড়ি আসার সঙ্গে সঙ্গেই একজনের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেনি। জিহাদ ঢাকার একটি জাহাজ কারখানায় কাজ করত।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌ-পুলিশ সদস্যদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। যেহেতু মরদেহটির মাথা নেই তাই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না মরদেহটি কার। এ ব্যপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদকন্যার আত্মহত্যা

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন খালেদা জিয়া

পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষকের ৭ বঝরের কারাদণ্ড

বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠায় গণবিজ্ঞপ্তি জারি