ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শিশুকে বলাৎকারে মুয়াজ্জিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

শিশুকে বলাৎকারে মুয়াজ্জিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

নিউজ ডেস্ক:   শিশুকে বলাৎকারে ঘটনায় নাজমুল ইসলামকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

দণ্ডপ্রাপ্ত নাজমুল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের ঘুষিপাড়ার সেলিম মণ্ডলের ছেলে। এছাড়া তিনি হাসাদহ ঘুষিপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, ৯ বছরের এক শিশু নিয়মিত ওই মসজিদে নাজমুলের কাছে আরবি শিখতে যেত। এরমধ্যে ২০২৩ সালের ১৫ মে ওই শিশুকে নাজমুল বলেন, ‘১৬ তারিখ ভোরে এসে মসজিদ ঝাড়ু দিবি। তাহলে তোকে সেভেন আপ খায়াবো।’

এরপর কথামতো ভোরে ওই শিশু মসজিদে যায়। তখন কৌশলে জানালা-দরজা আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করে। শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ঘটনা তার মাকে জানায়।

আরও পড়ুন

এ ঘটনায় শিশুর মা ২০২৩ সালের ১৭ মে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

একই বছরের ৩০ জুন তদন্ত কর্মকর্তা জীবননগর থানার এসআই শাহ্ আলী মিয়া আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ১০ জন সাক্ষীর মধ্য ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার দুপুরে বিচারক রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন