বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠায় গণবিজ্ঞপ্তি জারি

স্টাফ রিপোর্টার : বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা আজ রোববার (২৭ এপ্রিল) এই গণবিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন-২ শাখা, এর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০ এর বিধি-৫ এর উপ বিধি(২) অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকায় অন্তভূক্ত এওলাকা নিয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা জহয় এ বিষয়ে কারো মতামত বা আপত্তি থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসকের বরাবরে দাখিল কতে হবে। এদিকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ কতৃক জারীকৃত স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধি মালা, ২০১০ এর ৪ নং অনুচ্ছেদ অনুসারে সিটি কর্পোরেশনের মানদন্ড অনুযায়ী পৌর এলাকায় জসংখ্যা নূন্যতম ৪ লাখ হতে হবে।
২০২২ জনশুমারী অনুযায়ী বগুড়া পৌর সভার স্থায়ী জনসংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০০ জন। প্রকৃতপক্ষে এই পৌরসভায় ১০ লক্ষ্য মানুষের বসবাস। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩ হাজার হতে হবে। বগুড়া পৌরসভার জনসংখ্যার ঘনত্ব ৬ হাজার ৮০ টাকা।
এছাড়াও প্রস্তাবিত এলাকায় শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ এলাকা বগুড়া। নিয়ম অনুযায়ী বিদ্যমান পৌরসভার বার্ষিক আয় নূন্যতম ১০ কোটি টাকা হওয়ার কথা থাকলেও বগুড়া পৌর সভার বার্ষিক আয় ২০২৩-২৪ ছিলো ৬০ কোটি টাকা। আয়তনের দিক থেকে নূন্যতম আয়তন ২৫ বর্গকিলোমিটার প্রয়োজন হলেও বর্তমানে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গ কিলোমিটার।
উল্লেখ্য গত ১০ এপ্রিল এ সংক্রান্ত একটি পত্র বগুড়া জেলা প্রশাসকের কাছে এসেছে। ওই পত্রে বলা হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে বগুড়া পৌর এলাকায় সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিধিমালা, ২০১০ এর বিধি -৫ অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি এবং এলাকার অধিবাসীদের মতামত/আপত্তি নিস্পত্তিপূর্বক চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত পত্র এটি জানান হয়।
আরও পড়ুন১৮৭৬ সালে বগুড়া পৌরসভা গঠিত হয়। সে সময় সুত্রাপুর, কাটনার পাড়া এবং শিববাটি মৌজা নিয়ে পৌরসভা গঠিত হয়। পরবর্তীতে এর আয়তন বেড়ে ১২ বর্গকিলোমিটার করা হয়। দীর্ঘদিন এই অবস্থায় ছিলো। সে সময় ওয়ার্ড ছিলো ১২টি।
২০০৬ সালে ১৮ অক্টোবর বিএনপির নেতৃত্বোধীন জোট সরকার পৌরসভার আয়তন ও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করে গ্যাজেট প্রকাশ করে। এর আয়তন করা হয় প্রায় ৭০ বর্গ কিলোমিটার। মোট মৌজার সংখ্যা ৫৪ টি এবং ওয়ার্ড করা হয় ২১ টি। বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টার বগুড়া পৌরসভার আয়তন এবং ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করা হয় সিটি কর্পোরেশন করার জন্য।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর সভার প্রশাসক মো. মাসুম আলী বেগ জানান, সিটি কর্পোরেশন করার জন্য যা যা প্রয়োজন বগুড়া পৌরসভার সব উপযোগিতা রয়েছে। গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মতামত ও আপত্তি গ্রহণ এবং নিস্পত্তির পর প্রতিবেদন দেওয়া হবে।
বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বগুড়ার বেশকিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে সিটি কর্পোরেশন। গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অভিযোগ ও আপত্তি থাকলে তা নিস্পত্তি করা হবে।
মন্তব্য করুন