ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু। প্রতীকী ছবি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ওই স্কুলছাত্রীর লাশ নিয়ে এলাকায় নানান আলোচলা শুরু হয়েছে।

মৃত শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার (১১)। সে ওই গ্রামের নূর হোসেন তুলি বেগম দম্পতির একমাত্র কন্যা এবং বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। জানা গেছে, নূর হোসেন চাকরির সুবাদে ঢাকায় থাকেন। ১১ বছরের ফাতেমা খাতুন ও সাত বছরের একটি ছেলে সন্তানকে নিয়ে বাড়িতে থাকেন তুলি বেগম। বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীর পুকুরে মাছ ধরতে যায় তুলি বেগম।

মাছ নিয়ে এসে বাড়িতে রেখে আবারও ছাগলের জন্য পাতা আনতে বাইরে যায়। পাতা নিয়ে বাড়িতে এসে ফাতেমাকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে তীরের সাথে মেয়ের লাশ ঝুলতে দেখে চিৎকার দেয় সে। পরে আশপাশের লোকজন এসে ফাঁস থেকে শিশুটির মরদেহ নিচে নামায়। শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে শতশত নারী পুরুষ উৎসুক জনতা জড়ো হয় ওই বাড়িতে।

খবর পেয়ে কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর সন্ধ্যা সাতটায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য ফুলবাড়ী থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন

ওই এলাকার হোসেন আলী, হবিবর রহমান জানান সুস্থভাবে বাড়িতে ছিল মেয়েটি। সকাল বেলা খাওয়া দাওয়া করে খেলা করছিল মৃত্যুর আগে। কেন এ অবস্থা হলো তা নিয়ে আমরা অবাক হয়েছি। তার মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে।

এ প্রসঙ্গে কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক জানান, এটি হত্যা না আত্মহত্যা তা সঠিকভাবে বলা যাচ্ছে না। নিহত শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ওপর আস্থা রাখুন, গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল

লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ

রিয়াদে সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

রাকসু নির্বাচনে ২৮ পদে লড়বেন ৩০৬ প্রার্থী