ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :  শেরপুরে একটি কড়ই গাছ পড়ে সেমিপাকা ঘর ভেঙে দেয়ালে ফাঁটল ধরেছে। এ সময় ওই ঘরের ভেতরে থাকা দুই শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিরাকৈর গ্রামের মৃত আবুল খন্দকারের ছেলে ফজলু মাস্টার তার কড়ই গাছ কাটার সময় প্রতিবেশী রেজাউল করিমের সেমিপাকা ঘরের উপর পড়ে ঘরটি ভেঙে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। রেজাউল করিমের স্ত্রী এভাবে গাছ কাটতে নিষেধ করলেও ফজলু মাস্টার উল্টো গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ফজলু মাস্টার বলেন, আমি গাছটি জেলহক নামে এক গাছ ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছি। গালিগালাজের অভিযোগটি মিথ্যা। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মৌখিক অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ 

র‌্যাব-১৩'র অভিযানে চাঞ্চল্যকর ভ্যান ছিনতাইসহ হত্যার ঘটনায় ৩ জন আসামী গ্রেফতার

বগুড়ায় জুলাই স্মরণে আলোকচিত্র ভিডিও প্রদর্শনীর পুরস্কার বিতরণ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা

বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক!