জয় উদযাপন করে নিষিদ্ধ কোচ

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে এক রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে চেলসি। এই রোমাঞ্চকর কামব্যাকের পর স্বাভাবিকভাবেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন চেলসির কোচ এনজো মারেস্কাসহ সাইড বেঞ্চের সদস্যরা। তবে উদযাপনের মাত্রা ছাড়িয়ে তারা মাঠ পর্যন্ত চলে গেলে তার শাস্তি হিসেবে হলুদ কার্ড দেখেন কোচ মারেসকা, যা তাকে এক ম্যাচের জন্য ডাগআউট থেকে বাইরে রাখবে।
ফুলহামের ঘরের মাঠ ক্যারাভেন কটেজে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যাচের ২০ মিনিটে অ্যালেক্স আইওবির গোলে পিছিয়ে পড়েছিল চেলসি। ৮২ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল ফুলহাম। মনে হচ্ছিল চেলসির হার প্রায় নিশ্চিত। কিন্তু খেলার শেষ দিকে চিত্র বদলে যায়। ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় তাইরিক জর্জ গোল করে চেলসিকে সমতায় ফেরান। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেদ্রো নেতো এক দুর্দান্ত শটে গোল করে অল ব্লুজদের ২-১ ব্যবধানে জয় এনে দেন। পেদ্রো নেতোর জয়সূচক গোলটি জাল স্পর্শ করার আগেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন চেলসির কোচ মারেস্কাসহ সাইড বেঞ্চে থাকা খেলোয়াড় ও কর্মকর্তারা। তারা দ্রুত মাঠের ভেতরে ঢুকে উদযাপন শুরু করেন। যা নিয়ম অনুযায়ী রেফারি অ্যান্থনি টেইলরের চোখ এড়ায়নি। মাঠের ভেতরে ঢুকে উদযাপন করার জন্য রেফারি মারেস্কোকে হলুদ কার্ড দেখান। এটি ছিল এ মৌসুমে তার তৃতীয় হলুদ কার্ড, যার ফলে তিনি নিয়ম মোতাবেক এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন।
এই নিষেধাজ্ঞার কারণে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির পরের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না মারেসকা। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক ও চেলসির সহকারী কোচ উইলি কাবায়ারো। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে চেলসি অনেক আগেই ছিটকে গেছে। তবে তারা বর্তমানে শীর্ষ পাঁচের মধ্যে থাকার জন্য লড়াই করছে। ফুলহামের বিপক্ষে এই জয়ে ৩৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পঞ্চম স্থানে উঠে এসেছে। তবে এক ম্যাচ কম খেলা নটিংহাম ফরেস্ট সমান ৫৭ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, অর্থাৎ পয়েন্টে সমতায় রয়েছে। ফুলহামের বিপক্ষে হারলে শীর্ষ পাঁচের লড়াইয়ে চেলসি অনেক পিছিয়ে পড়ত।
আরও পড়ুনম্যাচ শেষে নিজের বুনো উদযাপন এবং হলুদ কার্ড নিয়ে চেলসির কোচ বলেন, ‘আমি খুবই খুশি। প্রথমত এর কারণ হচ্ছে শেষ মুহূর্তে পাওয়া জয়ের অনুভূতিটা দারুণ। মনে করেছিলাম সমর্থকদের সঙ্গে মুহূর্ত কাটানো প্রাপ্য খেলোয়াড়দের। তাই এ কারণেই দ্রুত মাঠ ত্যাগ করি। আর দ্বিতীয় গোল যখন আমরা পেলাম তখন উদযাপন করি। এ জন্য আমাকে হলুদ কার্ড দেখানো হয়েছে।’
মন্তব্য করুন